NE UpdatesHappeningsBreaking News
মেঘালয়ে বাঙালি নির্যাতন, ডিজিপি-এসপির কাছে রিপোর্ট চাইল কমিশন
৬ অক্টোবর: মেঘালয়ের ইচামাটি গ্রামে অসহায় মহিলা ও শিশুদের হেনস্থা চলছে। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এ নিয়ে ৭ অক্টোবরের মধ্যে মেঘালয়ের ডিজিপি-র কাছে রিপোর্ট তলব করল। রিপোর্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট এসপিরও৷
সিএএ বিরোধী জনসভা চলার সময় ফেব্রুয়ারি মাসে মেঘালয়ের পূর্ব খাসি হিল জেলার ইচামাটি এলাকায় স্থানীয় বাংলাভাষী বাসিন্দাদের সঙ্গে খাসি ছাত্র সংগঠনের হাতাহাতি হয়। মারা যায় খাসি ছাত্র সংগঠনের সমর্থক এক ট্যাক্সিচালক। সেখান থেকেই সূত্রপাত। ইচামাটি, ভোলাগঞ্জ, কালিবাড়ি, কালাতক গ্রামের বঙ্গভাষী পুরুষরা সেই যে গ্রামছাড়া হয়েছেন, অধিকাংশই আর ফেরেননি। জঙ্গি সংগঠন এইচএনএলসিও সব বহিরাগত বাংলাভাষীকে অবিলম্বে মেঘালয় ছাড়ার নির্দেশ দিয়েছে।
খাসি ছাত্র সংগঠন ও সশস্ত্র এইচএনএলসি জঙ্গিরা এখন পুরুষদের অবর্তমানে মহিলা ও শিশুদের নিয়মিত হুমকি দিচ্ছে। বিভিন্ন ভাবে হেনস্থা ও অত্যাচার করা চলছে। ভয়ে পুরুষরাও গ্রামে ফিরতে পারছেন না। শুধু তাই নয়, পুলিশ-প্রশাসনও তাঁদের নানাভাবে হেনস্থা করছে। কোনও অভিযোগে পাত্তা দেওয়া হচ্ছে না। এমনকি পুলিশ-প্রশাসন ও স্থানীয় সংগঠনগুলি সেখানে বাংলাভাষীদের ব্যবসাবাণিজ্য চালাতে বা কাজকর্ম করতে দিচ্ছে না।
অ-জনজাতিদের উপরে স্থানীয় জনজাতি সংগঠন ও জঙ্গিদের হেনস্থার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রে অভিযোগ করেছেন সমাজকর্মী গায়ত্রী বরপাত্রগোঁহাই। জাতীয় শিশু সুরক্ষা কমিশন অভিযোগ পেয়ে ডিজিপি ও পূর্ব খাসি হিলের এসপিকে অবিলম্বে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলেন৷