Barak UpdatesHappeningsBreaking News
মৃদুল মজুমদার, বিসি নাথ সহ ১৩জন বিজেপিতে নাম লেখালেন
ওয়েটুবরাক, ১০ জুলাইঃ গত বিধানসভা নির্বাচনে তিনি কাটিগড়ার বিজেপি প্রার্থী গৌতম রায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। এর পরও বলেছিলেন, তিনি বিজেপির সভ্য নন। শুধু গৌতম রায়ের সঙ্গে রয়েছেন। শিলচর জেলা কংগ্রেসের সেই সাধারণ সম্পাদক মৃদুল মজুমদার আজ শনিবার বিজেপির সভ্যপদ গ্রহণ করলেন।
একই ভাবে সংঘ পরিবারের নানা সংগঠনের সভা-সমিতিতে অনেকদিন ধরেই প্রাক্তন এডিসি, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বিসি নাথকে দেখা যাচ্ছিল। তিনিও আজ আনুষ্ঠানিকভাবে পদ্মফুল শোভিত পতাকা হাতে তুলে নিলেন।
Welcomed all the New Entrants like former bureaucrats, social workers and businessman to #CacharBJP at a meeting organised at party HQ #Silchar.@BJP4Assam @Bhabesh_KalitaR @PhanindranathS3 pic.twitter.com/4wGoYYNCs1
— Dr Rajdeep Roy MP ( MS, MCh) (@drrajdeeproy) July 10, 2021
মৃদুল মজুমদার, বিসি নাথ, অবসরপ্রাপ্ত বিডিও রসরাজ দাস, বিদ্যুৎ বিভাগের প্রাক্তন এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু নাথ, ওএনজিসির অবসরপ্রাপ্ত ডিজিএম দীপককুমার দেব, রাধারাণী বসু, গণেশ চক্রবর্তী, সুমিত এন্দ সহ মোট তেরোজন শনিবার বিকেলে বিজেপিতে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তাঁদের দলে স্বাগত জানান সাংসদ ডা. রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রাই, জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রভারি বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও পরে এসে তাঁদের সঙ্গে মিলিত হন সাংসদ পল্লবলোচন দাস।
মৃদুলবাবু বলেন, কংগ্রেস নেতৃত্ব সংকটে ভুগছে। সেখানে থেকে মানুষের কল্যাণে কাজ করা সম্ভব হচ্ছিল না। এ ছাড়া, কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদির অবস্থান তাঁকে বেশ নাড়া দেয়। ৩৭০ ধারা রদের দিন থেকেই তিনি মোদির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন বলে জানিয়েছেন।