Barak UpdatesHappeningsBreaking News
মূল্যবৃদ্ধি : গোলদীঘি মলের সামনে সিআরইউর বিক্ষোভ
ওয়েটুবরাক, ১ নভেম্বর : অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার শিলচরের গোলদীঘি মলের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো মেডিক্যাল অ্যান্ড সেলস্ রিপ্রেজেন্টেটিভদের ইউনিয়ন সিআরইউ। সংগঠনের শিলচর শাখার কর্মকর্তারা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বলেন, বর্তমান সময়ে একদিকে কোভিড মহামারির প্রকোপ এবং তার সঙ্গে অস্বাভাবিক ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
তাদের কথায়, পেট্রল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রভাব সব অত্যাবশ্যকীয় জিনিসপত্রের উপর পড়েছে। পাশাপাশি মহামারি কালে জীবনদায়ী ওষুধপত্রের দামও মানুষের ক্রয়ক্ষমতার প্রায় বাইরে চলে যাচ্ছে। সেলস্ কর্মীরা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে আরও বেশি করে সমস্যায়। একদিকে আর্থিক মন্দার বাজারে সেলস্ কর্মীদের উপর কোম্পানির অবৈধ চাপ, অনেক কোম্পানি মন্দার অজুহাতে বেতন ভাতাও বৃদ্ধি করেনি। হাড় হিম করা পরিশ্রমের বিনিময়ে সামান্য আয়ের উপর অনেক সেলস্ কর্মীর পরিবার নির্ভরশীল। তার উপর বিশেষত পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সরাসরি সেলস্ কর্মীদের জীবনে বড়ো আঘাত। সুতরাং অতিসত্বর পেট্রোল ডিজেল, ওষুধ সামগ্রী সহ সব ধরণের পণ্যের উপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত কর প্রত্যাহার করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে জোরালো দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিআরইউ জেলা সম্পাদক সারস্বত মালাকার, শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য, সুব্রত রায় প্রমুখ।