NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মুম্বাই-বেঙ্গালুরু থেকে আসামে এলেই কোভিড টেস্ট বাধ্যতামূলক
৯ এপ্রিল : রাজ্যে বাংলা নববর্ষ ও রঙালি বিহুর আর হাতেগোণা কয়েক দিন বাকি। এর মধ্যেই কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। দেশের দুই মেট্রো শহর মুম্বাই ও বেঙ্গালুরুতে কোভিড সংক্রমণ হঠাত করে বেড়ে যাওয়ায় আসাম সরকার এই দুটি স্থান থেকে আসা যাত্রীদের বেলায় কোভিড টেস্ট বাধ্যতামূলক করেছে। বৃহস্পতিবার থেকেই রাজ্যের সব বিমান বন্দর ও রেল স্টেশনে মুম্বাই ও বেঙ্গালুরু থেকে আসা যাত্রীদের কোভিড টেস্ট শুরু হয়েছে।
Passengers coming from Mumbai and Banglore have to undergone compulsory #COVID19 tests in The Airports and Railways stations of Assam
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 8, 2021
এ ব্যাপারে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন, বেঙ্গালুরু ও মুম্বাই থেকে আসা যাত্রীদের কোভিড টেস্ট বাধ্যতামূলক। রাজ্যের বিমান বন্দর ও রেল স্টেশনে এ সংক্রান্ত ব্যবস্থা চালু করা হয়েছে। এর আগে মন্ত্রী শর্মা জানিয়েছেন, রাজ্যে এর মধ্যে লকডাউন বা নৈশ কার্ফু জারি করার কোনও চিন্তাভাবনা সরকারের নেই।