India & World UpdatesHappeningsBreaking News
মুম্বইয়ে ওমিক্রন আক্রান্ত আরও ২, দেশে সংখ্যা বেড়ে ২৩
৬ ডিসেম্বর ঃ মুম্বাইয়ে আরও দু’জনের দেহে ওমিক্রন ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। এ নিয়ে দেশে সোমবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৩। এদের মধ্যে ৩৭ বছর বয়সি এক ব্যক্তি গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে মুম্বই এসেছিলেন। তাঁর শরীরে ওমিক্রন ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। তাঁরই আরেক বন্ধু ৩৮ বছর বয়সি একই দিনে আমেরিকা থেকে দেশে ফেরেন। তাঁর দেহেও ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ পাওয়া যায়। এদের দুজনকে বর্তমানে মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, এই দুজনের শরীরে কোনও উপসর্গ ছিল না। এরা দুজনই ফাইজারের ভ্যাকসিন নিয়েছিলেন। তাদের নিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত লোকের সংখ্যা গিয়ে দাঁড়াল ১০। প্রসঙ্গত, আফ্রিকার দেশগুলোতে ওমিক্রন ভ্যারিয়েন্টে শিশুরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ১২ থেকে ১৮ বছর বয়সি শিশুদের খুব শীঘ্রই কোভিড টিকার আওতায় আনার সুপারিশ করেছে।