India & World UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রী নীতীশই, জানিয়ে দিলেন সুশীল মোদি
১১ নভেম্বরঃ নীতীশ কুমারই ফের ৫ বছরের জন্য পটনার কুর্সিতে বসবেন। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদী কিন্তু মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ কথা। তিনি বলেন, ‘‘ভোটের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এনডিএ জোট জিতলে নীতীশজি মুখ্যমন্ত্রী হবেন। সেই প্রতিশ্রুতি ভাঙার কোনও প্রশ্নই নেই। এ বিষয়ে বিভ্রান্তির কোনও অবকাশ থাকতে পারে না।’’
২৪৩ আসনের বিহার বিধানসভায় এ বার বিজেপি ৭৪টি আসনে জিতেছে। নীতীশের দলের ঝুলিতে গিয়েছে ৪৩টি। এনডিএ জোটের অন্য দুই শরিক দল, হিন্দুস্থানী আওয়াম মোর্চা (হাম) এবং বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) ৪টি করে আসন জিতেছে। সুশীলবাবুর কথায়, ‘‘আমরা সকলে জোট বেঁধে ভোটে লড়েছিলাম। কেউ বেশি আসনে জিতেছেন। কেউ কম আসনে। কিন্তু সকলেই সমান ভাবে জয়ের অংশীদার।’’
প্রদেশ বিজেপি-র সভাপতি সঞ্জয় জয়সওয়ালও এ দিন জানিয়েছেন, তাঁর দল মু্খ্যমন্ত্রী বদলের দাবি তুলবে না। তিনি বলেন, ‘‘বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব ভোটের আগেই এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতীশজির নাম ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তই কার্যকর করা হবে।’’
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ কিছুদিন আগেই ভোটের ফল আঁচ করে বলেছিলেন, ‘‘জেডি(ইউ)-র তুলনায় বিজেপি বেশি আসন পেলে নিত্যানন্দ রাইকে (কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা) মুখ্যমন্ত্রী করা উচিত।’’ রাজ্য বিজেপি নেতা অজয়কুমার চৌধুরীও জানিয়েছেন, বিজেপিরই মুখ্যমন্ত্রী পাওয়া উচিত। কিন্তু বিজেপির প্রথম সারির নেতাদের বক্তব্যে স্পষ্ট, আপাতত প্রাক নির্বাচনী প্রতিশ্রুতিকেই মর্যাদা দিতে চান তাঁরা।