NE UpdatesHappeningsCultureBreaking News
মুখ্যমন্ত্রীর পুজো পরিক্রমা, নিরঞ্জনের পর বিসর্জনঘাট পরিচ্ছন্ন করার আহ্বান
গুয়াহাটি, ১৩ অক্টোবর : ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত টানা চার দিন বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী প্রতিমা দর্শন করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই চার দিনে মুখ্যমন্ত্রী ৬০টিরও বেশি পুজো মণ্ডপে যান। শনিবারও মুখ্যমন্ত্রী গুয়াহাটি শহরের মোট নয়টি পূজা মন্ডপ ঘুরে দেখেছেন।
মন্ডপ ও প্রতিমা দর্শনের পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ‘আমি অসমবাসী জনগণকে বিজয়া দশমী ও মহাপুরুষ শ্রীমন্ত শংকর দেবের আবির্ভাব উৎসব উপলক্ষে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। গত কয়েকটি দিন জনগণ মধ্যরাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ঘুরে পুজোর আনন্দ উপভোগ করেছেন। অন্যদিকে আজ থেকে মহাপুরুষ শংকরদেবের আবির্ভাব উৎসব দুদিন জুড়ে পালন করা হচ্ছে। এটিও এক উৎসবমুখর পরিবেশ। আমি প্রার্থনা করি যাতে বিজয়া দশমীর বিসর্জন ভালোভাবে সম্পন্ন হয়। বিসর্জনঘাটে যাতে প্রতিমা নিরঞ্জনের পর সুন্দর করে তা পরিচ্ছন্ন করা হয়। আমরা যেন পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ভ্রাতৃত্ববোধ অক্ষুন্ন রাখি।’
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত গুয়াহাটি ও আশপাশ অঞ্চলের বেশ কয়েকটি পূজো মণ্ডপ পরিক্রমা করেছেন। এর পাশাপাশি তিনি কোকরাঝাড় বঙ্গাইগাও ও চিরাং জেলার কয়েকটি পুজো মণ্ডপ দর্শন করেন।