NE UpdatesHappeningsBreaking News
৩৭০টি চা বাগানকে ৬৪ কোটি টাকা অর্থ সাহায্য রাজ্য সরকারের
গুয়াহাটি, ৩০ মার্চ : অসম চা শিল্পে বিশেষ উতসাহ ব্যঞ্জক প্রকল্প ২০২০-এর অধীনে ৩৭০টি চা বাগানকে মোট ৬৪ কোটি ৫ লক্ষ টাকা প্রদান করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার জনতা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই অনুদান বিতরণ করেন। উল্লেখ্য, এই প্রকল্পটি আসাম সরকার চা শিল্পের ওপর কোভিড-১৯ মহামারির বিরূপ প্রভাব হ্রাস করার উদ্দেশ্যে প্রস্তুত করেছিল।
অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, চা শিল্প আসামের মানুষের মেরুদণ্ড স্বরূপ। রাজ্যের ১০ লক্ষ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে। অসমের অর্থনীতির ওপর চা শিল্পের ব্যাপক প্রভাবের জন্য রাজ্য সরকার এই ক্ষেত্রে বিশেষ উতসাহ ব্যঞ্জক প্রকল্পের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করেছে। এই উদ্যোগ এজন্য যে কোভিড-১৯-এর ফলে যে ক্ষতি হয়েছে, তা কিছু পরিমাণ এর মাধ্যমে পুষিয়ে নেওয়া হবে। তিনি এও বলেন, রাজ্যে অর্থডক্স চায়ের উতপাদনের প্রসারে বিশেষ নজর দেওয়া হয়েছে।