Barak UpdatesHappenings
মুক্তি পেলেন মণীন্দ্র, শিলচর ডিটেনশন ক্যাম্প এখন ডি ভোটার শূন্য
৩০ মে ঃ শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে শনিবার মুক্ত হয়েছেন বন্দি মণীন্দ্র দাস। তাঁর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে শিলচরের ডিটেনশন ক্যাম্পে আর কোনও ডি ভোটার তকমা পাওয়া ভারতীয় নাগরিক বন্দি হিসেবে রইলেন না। এ দিন শিলচর সেন্ট্রাল জেলের ভেতরে থাকা ডিটেনশন ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে স্বভাবতই খুশি তিনি। বলেন, ভারতীয় হয়েও নিজের ভাগ্যের পরিহাসে দুবছর জেল খাটতে হয়েছে। তাঁর কথায়, প্রতিবারই ভোট দিয়েছি, কিন্তু দু’বছর আগে হঠাত করেই পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দিল।
২০১৫ সালে মণীন্দ্র দাসের বিরুদ্ধে দুটি নোটিশ পাঠিয়েছিল ফরেনার্স ট্রাইব্যুনাল আদালত। কিন্তু মাঝপথে তাঁর আইনজীবীর মৃত্যু হওয়ায় নোটিশ পাঠালেও আদালতে হাজিরা দিতে পারেননি। এরপরই একতরফা রায়ে তাঁকে বিদেশি ঘোষণা করে আদালত। ২০১৯ সালের ৮ মে পরে তাঁকে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। গত দু’বছর ধরে তিনি জেলেই ছিলেন। এ দিকে, করোনা অতিমারির প্রেক্ষিতে আদালত জানিয়ে দিয়েছিল, যাঁদের দু’বছর পূর্ণ হয়েছে, তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হতে পারে। সে অনুযায়ী মণীন্দ্র দাসকে শনিবার মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে এ পর্যন্ত মোট ৪৮ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬ জন ডিমা হাসাও জেলার এবং বাকিরা বরাক উপত্যকার তিন জেলার বাসিন্দা। মণীন্দ্র দাস মুক্তি পাওয়ায় শিলচর ডিটেনশন ক্যাম্পে ডি ভোটার হিসেবে আর কোনও বন্দি বর্তমানে নেই।