NE UpdatesHappeningsBreaking News

মিজোরাম বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিপ্রাপকদের অর্ধেকের বেশি মহিলা, উচ্ছ্বসিত মুর্মু

ওয়েটুবরাক, ৪ নভেম্বর: ২০২২ শিক্ষাবর্ষ থেকেই নতুন জাতীয় শিক্ষানীতি অনুসরণ করার জন্য মিজোরাম বিশ্ববিদ্যালয়ের উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ দেশের প্রথম ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়ারও প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার মিজোরাম বিশ্ববিদ্যালয়ের সপ্তদশ সমাবর্তনে অংশ নেন রাষ্ট্রপতি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রকল্পের উদ্বোধন করেন। সন্ধ্যায় রাজভবনে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। একই সঙ্গে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় চত্বরে ২৫ কোটি টাকা ব্যয়ে তৈরি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন-এর উত্তর-পূর্ব স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন।

সমাবর্তনে ডিগ্রিপ্রাপকদের উদ্দেশে তিনি বলেন, এবছর ৬৮২৬ জন উত্তীর্ণ হয়েছেন, তার ৫০ শতাংশের বেশি ছাত্রী। ৬৪টি স্বর্ণপদকের মধ্যে ৪০টিই পেয়েছে ছাত্রীরা। ছাত্রীদের এই উত্তরণ খুবই গর্বের কথা। কিন্তু তার প্রতিফলন সমাজ ও কর্মক্ষেত্রেও দেখাতে হবে। তবেই এগোবে সমাজ। জ্ঞানের আলো সকলের মধ্যে ছড়াতে হবে, অশিক্ষিতদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে।

আজ শুক্রবার বিধানসভা সদস্যদের সামনে ভাষণ দেবেন তিনি। এর পর রওনা হবেন সিকিমের উদ্দেশ্যে।

আইজলে পৌঁছার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কোহিমায় গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানে মুখ্যমন্ত্রী নেইফিউ রিও তাঁকে শোনান, রাজ্যের সব মানুষ নাগা সমস্যা সমাধানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর সমাধান হলে রাজ্যের যুব প্রজন্ম সহ অর্থনীতির প্রভূত উন্নয়ন হবে। কিন্তু গত ২৬ বছর ধরে সংঘর্ষবিরতি ও শান্তি আলোচনার পরেও কোনও সমাধানসূত্র বের না হওয়ায় সকলে হতাশ।

নাগাল্যান্ডে প্রায় ডজনখানেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে দ্রৌপদী বলেন, ৮০ শতাংশের বেশি সাক্ষরতার হার, চোস্ত ইংরাজি জ্ঞান, কর্মদক্ষতা মিলিয়ে এখানকার যুবক-যুবতীরা ভারতের বিভিন্ন জায়গায় সাফল্যের সঙ্গে কাজ করছেন। সার্বিক শিক্ষার মডেল তাদের দক্ষতা বিকাশে আরও সহায়ক হবে। মেয়েদের জন্য দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ রাজ্য নাগাল্যান্ড। সেখানকার মেয়েরা রাজনীতিতে আরও বেশি অংশ নিলে, নারী সবলীকরণ হলে তবেই নাগা সমাজের আরও বিকাশ হবে। রাষ্ট্রপতির উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে ১৩টি সরকারি প্রাথমিক স্কুল, ১৪টি হাইস্কুল, ৫টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, ১০টি একলব্য মডেল স্কুল, ১৩টি সেতু, ১১টি সড়ক, নতুন ট্রেজারি ভবন, ১৯০টি সরকারি স্কুলে স্মার্ট ক্লাস ব্যবস্থা। কার্গিলের বীর সৈনিক ক্যাপ্টেন নেইকেঝাকুও কেংগুরুসে ও সিপাই ইমলিয়াকুম আওকে শ্রদ্ধা জানান তিনি, অভিনন্দন জানান রাজ্যসভার প্রথম মহিলা সাংসদ ফাংনন কনিয়াককে। রাষ্ট্রপতি নাগাল্যান্ডের স্থানীয় স্বশাসনের কাঠামো, গ্রাম পরিষদ ও গ্রামোন্নয়ন বোর্ডের ভূয়সী প্রশংসা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারকে শ্রদ্ধা জানানোর পরে রাষ্ট্রপতি কিগওয়েমা গ্রাম ঘুরে ৩৪টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মত বিনিময় করেন। বলেন, নাগাল্যান্ডে ৭০ শতাংশ কৃষিজ ফসলই জৈব। নাগা টমাটো, নাগা শশা, নাগা লংকা জিআই ট্যাগ পেয়েছে। দেশের জৈব খাদ্যভাণ্ডার হওয়ার ক্ষমতা রয়েছে উত্তর-পূর্বের। তেমনই নাগাল্যান্ডের বিভিন্ন জনজাতির পোশাক, সংস্কৃতির বৈচিত্র, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটন বিকাশের সম্ভাবনাও প্রচুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker