NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

মিজোরাম থেকে ধরে আনা হলো ড্রাগস পাচারের মাস্টারমাইন্ডকে

ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর : মিজোরাম থেকে ধরে আনা হলো বরাক উপত্যকাকে করিডর করে ড্রাগস পাচার চক্রের মাস্টারমাইন্ড লালসিয়ান নাগুরে-কে৷ করিমগঞ্জ পুলিশের ডিএসপি (ডিআইবি) জেমস সাঙ্গাতের নেতৃত্বে এক পুলিশদল শনিবার মিজোরামে গিয়ে অভিযান চালায়৷ স্থানীয় চাম্পাই জেলা পুলিশের সাহায্য নিয়ে গ্রেফতার করে লালসিয়ানকে৷

Rananuj

করিমগঞ্জের ড্রাগস পাচারের এক মামলায় ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে লালসিয়ানকে খুঁজছিল পুলিশ৷ গত ১০ অক্টোবর মোবারকপুর বাইপাস সংলগ্ন এলাকায় একটি সিমেন্ট বোঝাই লরি থেকে ৫০ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করা হয়৷ গ্রেফতার করা হয় লরিচালককে৷ পরে ধরা পড়ে আরও একজন৷ তাদের সূত্রেই লালসিয়ানকে এ বার মিজোরাম থেকে গ্রেফতার করে করিমগঞ্জে আনা হয়েছে৷

পুলিশ জানিয়েছে, লালসিয়ান মূলত মায়ানমারের নাগরিক৷ ২০১০ সালে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে৷ ফলে মাদক পাচারের সঙ্গে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ধারাও যুক্ত হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker