NE UpdatesHappeningsBreaking News

মিজোরামে বাজেয়াপ্ত ২৮ কোটির হেরোইন

ওয়েটুবরাক, ২১ অক্টোবর : মায়ানমার সীমান্তের দিকে সারাক্ষণ চোখ রাখছে বলে মিজোরাম পুলিশ দাবি করলেও মাদক পাচার বন্ধ নেই৷ বৃহস্পতিবার সীমান্তের কাছাকাছি এলাকাতেই ধরা পড়ে ২৮ কোটি টাকার হেরোইন৷ধরা পড়ে সাতজন পাচারকারী৷ তাদের মধ্যে একজন মায়ানমারের নাগরিকও রয়েছে৷

গত ২৪ ঘণ্টায় মিজোরামের চাম্পাই জেলায় চারটি জায়গা থেকে ৫.৬৮৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে৷ ভোরেই কানখৌনে একটি গাড়ি আটকে তল্লাশি চালিয়ে মাদক পাচারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়৷ মিজোরামের কে রোডিংলিয়ানার সঙ্গে ধরা পড়েছে মায়ানমারের যুবক লালনেইমাউয়ি-ও৷ তাদের কাছে পাওয়া দিয়েছে ২৪ গ্রাম হেরোইন৷ ঘণ্টাতিনেক পরই সম-পরিমাণ হেরোইন প্রায় একই জায়গায় ধরা পড়ে৷ সেখানেও দুইজনকে গ্রেফতার করা হয়েছে৷ দুজনই মিজোরামের বাসিন্দা৷ বড় সাফল্যটি মেলে রাত সাড়ে এগারোটায়৷ বাজেয়াপ্ত হয় ৫.৪৮৪ কিলোগ্রাম মাদকদ্রব্য৷ মিজোরামের দুই যুবককে গ্রেফতার করা হয়৷ সেটিও কনখৌন থানা এলাকার ঘটনা৷ আর এক অভিযানে ১২টি সাবানের বাক্সে পাওয়া যায় ১৫৬ গ্রাম হেরোইন৷ গ্রেফতার করা হয়েছে লালরিনখুমা নামে এক যুবককে৷

পুলিশের বক্তব্য, ছয় নং জাতীয় সড়কে চাম্পাই জেলা রাজধানী আইজলের সঙ্গে যুক্ত হয়েছে৷  ওই পথের দুই দিকেই ঘন জঙ্গল৷ এর ওপর এলাকাটি সীমান্তের খুবই কাছাকাছি৷ পাচারকারীরা এই ভূগোলেরই সুযোগ  নেয়৷  তবু পুলিশ সারাক্ষণ দৃষ্টি রেখে চলেছে৷  প্রতিমাসে অন্তত তিনটি বড় মাদক চালান তাঁরা বাজেয়াপ্ত করেন বলে দাবি করেন ওই পুলিশকর্তা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker