Barak UpdatesHappeningsBreaking News
মিজোরামে পাথর খাদান ধসে মৃত কাটিগড়ার সুরজিতও
ওয়েটুবরাক, ১৫ নভেম্বর: মিজোরামের হানথিয়াল জেলায় সোমবার বিকেলের পাথর খাদানের ছাদ ধসে পড়ার ঘটনায় আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আরও অন্তত ৪ জন শ্রমিক সন্ধানহীন৷ তাঁরাও ধসচাপায় মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত শ্রমিকদের মধ্যে অধিকাংশই বাঙালি।
মাউদার এলাকায় গত আড়াই বছর ধরে ওই খাদানে কাজ চলছে৷ বেশির ভাগই ভিনরাজ্য থেকে আসা শ্রমিক। জেলা পুলিশ ও আশপাশের গ্রামের মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছেন।
প্রশাসন জানিয়েছে, মাটি খুঁড়ে এখন পর্যন্ত ৮টি দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনই পশ্চিমবঙ্গের লোক। দুই জন ঝাড়খণ্ডের বাসিন্দা। একজন আসামের কাছাড় জেলার কাটিগড়ার সুরজিৎ রায় বলে শনাক্ত করা হয়েছে৷ নিখোঁজদের মধ্যে দুই জন মিজোরামের লোক, বাকি দুই জন আসামের।
পশ্চিমবঙ্গের যে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে তাঁদের নাম মদন দাস (২৫) , রাকেশ বিশ্বাস (২১), মিন্টু মণ্ডল (২২) ও বুদ্ধদেব মণ্ডল (২৫)। সকলের বাড়িই নদিয়া জেলায়। এ ছাড়া আছেন উত্তর ২৪ পরগনার দলখালির সুব্রত রাপ্তান (২৪)। পুলিশ জানায়, ময়নাতদন্তের পরে দেহগুলি তাঁদের ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করছে এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।