NE UpdatesHappeningsBreaking News
মিজোরামে চব্বিশটি আয়ুষ স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন সনোয়াল
ওয়েটুবরাক, ৩ মার্চ : তিনটি ৫০ বিছানা যুক্ত এবং তিনটি ১০ বিছানা যুক্ত মোট ৬টি আয়ুষ চিকিৎসালয়ের শিলান্যাস হল মিজোরামে। তা ছাড়া রাজ্যে আয়ুষ বিভাগকে অধিকতর গতিশীল করতে বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে চব্বিশটি আয়ুষ স্বাস্থ্য এবং সুস্থতা কেন্দ্রেরও উদ্বোধন করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও উপস্থিত ছিলেন৷
মিজোরাম এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রচলিত ঔষধ প্রণালীকে ধরে দেশের সমৃদ্ধ পরম্পরাগত ঔষধি পদ্ধতির সর্বাঙ্গীণ বিকাশ এবং প্রচারে বিশেষ গুরুত্ব আরোপ করেন কেন্দ্রীয় মন্ত্রী। রোগীর যত্নে আয়ুষের ভূমিকা সম্পর্কে সনোয়াল বলেন, আয়ুষের পরম্পরাগত ঔষধ প্রণালী বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কার্যকরী এবং যথেষ্ট উপকারী বলে ইতিমধ্যে প্রমাণ হয়েছে। রোগীর সেরে ওঠা এবং স্বাস্থ্যকর জীবন শরীরের জন্য প্রতিরোধমূলক এবং নিরাময় দুটো দিকই এতে রয়েছে।
সর্বানন্দ সনোয়াল আরো বলেন, অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বকে ভারতের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন। যার মাধ্যমে ত্বরান্বিত হচ্ছে মিজোরামের সঙ্গে উত্তর-পূর্বের অর্থনৈতিক বিকাশ। মোদির ধারণা অনুযায়ী ‘উত্তর-পূর্ব দেশের অষ্টলক্ষী’ তখনই হবে, যখন মিজোরাম এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলি আত্মনির্ভরশীল হয়ে উঠবে। সেই হিসেবে মিজোরামের যাতায়াত, যোগাযোগ, অভ্যন্তরীণ জল পরিবহন, স্বাস্থ্যপরিষেবা ইত্যাদি বিভিন্ন দিকের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অন্যদিকে, মিজোরামকে দেশের মানবসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হিসেবে অভিহিত করে সনোয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিজোরাম উন্নয়নের এক নতুন শিখরে পৌঁছতে সক্ষম হচ্ছে। অনুষ্ঠানে মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী ডা. আর লালথাংগলিয়ানা, স্থানীয় বিধায়ক, উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।