Barak UpdatesHappeningsBreaking News
মালেগড়ে দাঁড়িয়েই পর্যটন কেন্দ্রের কাজ শুরু করতে ইঞ্জিনিয়ারকে জেলাশাসকের নির্দেশ
ওয়েটুবরাক, ২৯ জুন: মালেগড় টিলা পরিদর্শন করলেন করিমগঞ্জের জেলাশাসক খড়্গেশ্বর পেগু । সঙ্গে ছিলেন বিভাগীয় ইঞ্জিনিয়ার, ঠিকাদার, বিএসএফ এবং পাটকাই ট্রেকার্সের সদস্যরা৷ মালেগড়ের শহিদ ভূমিতে পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করার জন্য সেখানে দাঁড়িয়েই ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেন জেলাশাসক পেগু ।
২৬ বীর শহিদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে জেলাশাসক বলেন, সীমান্ত জেলার সম্পদ হচ্ছে লাতুর মালেগড় টিলা । এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে অর্থনৈতিক ভাবে উন্নত হবে সীমান্ত এলাকা ।তাঁর কার্যকালের মধ্যেই মালেগড় পর্যটন কেন্দ্র হিসাবে পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি । জেলাশাসক বলেন, খুব শীঘ্রই মালেগড়ের মূল ভূমির জমির জরিপ কাজ সম্পন্ন হচ্ছে বলে জানান তিনি নিজে । স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের কাছে মালেগড় লিংক রোড নির্মাণের জন্য দাবি জানানো হয় ।
মঙ্গলবার জেলাশাসক পরিদর্শন সময় বিএসএফের সুতারকান্দি বিওপি কোম্পানি কমান্ডার বি পি সিং ছাড়াও পাটকাই ট্রেকার্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক সৈয়দ মুজিব আহমেদ, জেলা সংযোজক অরূপ রায়, সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস, এসএম জাহির আব্বাস, সুজন আহমেদ প্রমুখ ।