Barak UpdatesHappeningsBreaking News
একই যুক্তি! মালাদেবীর মৃত্যুও করোনায় হয়নি, বলল অডিট বোর্ড
18 জুলাইঃ শান্তিবালা নাথ ও নারায়ণ মিত্রের মত শিবালিক পার্কের 48 বছর বয়সী মালা দত্ত মজুমদারের মৃত্যুও করোনায় হয়েছে বলে মানতে নারাজ স্টেট ডেথ অডিট বোর্ড। তাদের বক্তব্য, তিনি আগে থেকেই কিডনি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। ফলে করোনায় আক্রান্ত হলেও এই জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলা যায় না। তবে কোভিড আক্রান্ত বলে রিপোর্ট আসায় মৃতদেহের সতকার কোভিড প্রটোকল অনুসারেই সম্পন্ন হয়। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী এই তথ্য জানিয়ে বলেন, ডিমা হাসাও সীমা সংলগ্ন কাছাড়ের প্রত্যন্ত জনমানবহীন স্থানে তাঁর অন্ত্যেষ্টি করা হয়েছে।
শুক্রবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রয়াত হন মালাদেবী। কিডনিজনিত সমস্যায় তিনি আসলে ভ্যালি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার নিয়ে যাওয়া হয় মেডিল্যান্ড হাসপাতালের আইসিইউ-তে। অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর কোভিড টেস্টের জন্য লালারস সংগ্রহ করা হয়েছিল।রিপোর্ট আসে পজিটিভ। কিন্তু রিপোর্ট আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মালাদেবী।
তাঁর করোনা সংক্রমণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরই এক নিকটত্মীয়া। তাঁর কথায়, মালাদেবীর রিপোর্ট নেগেটিভ এসেছিল। অথচ তাঁর পরিবারের মানুষদের অন্ত্যেষ্টিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। সুমনবাবু এই অভিযোগ নস্যাত করে দিয়ে বলেন, রিপোর্ট মোটেও নেগেটিভ আসেনি। তিনি পজিটিভই ছিলেন। তাই কোভিড বিধি মেনে তাঁর অন্ত্যেষ্টি করতে হয়।