Barak UpdatesHappeningsBreaking News

মার্চের শেষ সপ্তাহে এই বনধে ক্ষতি হল দেশের, অভিমত চেম্বার অফ কমার্সের

ওয়েটুবরাক, ২৯ মার্চ : মার্চের শেষ সপ্তাহে দুদিনের সাধারণ ধর্মঘট তথা বনধ ডাকায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন চেম্বার অফ কমার্সের বরাক ভ্যালি চাপ্টারের সভাপতি বিবেক পোদ্দার৷ তিনি বলেন, এমন সময়ে বনধ ডাকা উদ্দেশ্যমূলক৷ তাতে দেশের বিরাট ক্ষতি হয়ে গেল৷ লোকসান হয়েছে ব্যবসায়ী সমাজ সহ বহু করদাতার৷ এই সময়েই আসলে প্রতি বছর কর সংগ্রহের পরিমাণ বাড়ে৷ ঠিকাদারদের বিল আদায়ের সময় এটি৷

এ ছাড়া, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এখন৷ এই সব কথা চিন্তা না করে যারা নাগাড়ে দুদিন বনধ ডেকেছেন, তাঁদের মূল উদ্দেশ্য নিয়েই সন্দেহ ব্যক্ত করেন বিবেকবাবু৷

তিনি আশ্চর্য প্রকাশ করেন, বাম শ্রমিক-কর্মচারী সংগঠনের কথা বলে এই বনধে নেতৃত্ব দিয়েছেন ব্যাঙ্ক-বিমা সংস্থা সহ বিভিন্ন পিএসইউ-র অফিসার-কর্মচারীরা, যারা লক্ষাধিক টাকা বেতন পান৷ এক-দুইদিনের ধর্মঘটে তাঁদের বেতন কাটা যাবে না, কিন্তু লোকসান গুণতে হয় ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুরদের৷ বিবেকবাবু বনধ সংস্কৃতির বিরোধিতায় সরব হওয়ার জন্য সকলের উদ্দেশে আহ্বান জানান৷

তবে শিলচর সহ বরাক উপত্যকায় বনধ ব্যর্থ হয়েছে বলে দাবি করে চেম্বার অফ কমার্সের কর্মকর্তা বলেন, সাধারণ মানুষ উপযুক্ত জবাব দিয়েছে৷ সোমবার একেবারেই বনধ হয়নি৷ মঙ্গলবার প্রকৃতি বিরূপ থাকা সত্ত্বে মানুষ কাজকর্ম স্বাভাবিক রেখেছেন৷  এই ভাবেই বনদ বিরোধিতায় সক্রিয় থাকতে তিনি অনুরোধ জানান৷ তাঁর কথায়, মূল্যবৃদ্ধি ঘটলে ব্যবসায়ী সমাজও ক্ষতিগ্রস্ত হন৷ কারণ এক পণ্যের ব্যবসায়ী তাঁর প্রয়োজনীয় অন্যান্য পণ্যসামগ্রীর জন্য গ্রাহক৷ ফলে তাঁকেও বর্ধিত মূল্যে সামগ্রী কিনতে হয়৷  পাশাপাশি বিবেকবাবু এও বলেন, তাই বলে বনধ ডেকে এর সমাধান খোঁজা অর্থহীন প্রক্রিয়া৷  গণতান্ত্রিক পদ্ধতিতে আরও অনেক উপায়ে প্রতিবাদ জানানো যেতে পারে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker