Barak UpdatesHappeningsBreaking News
মার্কশিটে বৈষম্য রাখা চলবে না, শিক্ষামন্ত্রীকে করিমগঞ্জ এনএসইউআই-র স্মারকলিপি
ওয়েটুবরাক, ৫ জুলাইঃ এ বারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে পরবর্তী পর্যায়ে উন্নীত করা হলেও তাদের চাকরি মিলবে না বলে শিক্ষামন্ত্রীর ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে এনএসইউআইর করিমগঞ্জ জেলা সমিতি।মুখ্যমন্ত্রী বিষয়টিকে সহজ করার জন্য পরে জানিয়েছেন, সব চাকরিতে নিষেধাজ্ঞা থাকবে না, শুধু টেটের মাধ্যমে চাকরি পেতে গেলে বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেরও সমালোচনায় মুথর হয়েছেন তাঁরা। এনএসইউআইর দাবি, কোনও ধরনের বৈষম্য করা চলবে না। অন্য বছরের মতই মার্কশিট-সার্টিফিকেট-সুবিধে সব এ বারের পরীক্ষার্থীদের প্রদান করতে হবে। এই দাবিতে তাঁরা আজ করিমগঞ্জের জেলাশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি প্রদান করেন।