NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings

মায়ানমারে প্রত্যর্পণ শিলচর জেলের ১৯ বন্দিকে

২৬ নভেম্বর: মায়ানমারের ১৯ জন নাগরিককে মণিপুরের মোরে সীমান্ত দিয়ে দেশে পাঠানো হল৷ তারা গত মে মাস থেকে শিলচরের জেলে বন্দি ছিলেন৷ করোনার প্রকোপে লকডাউন শুরু হলে অনেকের সঙ্গে তাঁরাও কর্মচ্যুত হন৷ কয়েক বছর আগে এ দেশে প্রবেশের সময় তাঁরা টুরিস্ট ভিসা নিয়ে চলে এসেছিলেন৷ উত্তরপ্রদেশের ফারুকাবাদে এক কারখানায় কাজ জুটিয়ে নিয়ে ভিসার মেয়াদ নিয়ে আর মাথা ঘামাননি৷ লকডাউনে কারখানা বন্ধ হলে বিপাকে পড়েন৷ একদিকে কর্মহীন হওয়ায় থাকা-খাওয়ার সমস্যা, অন্যদিকে উপযুক্ত নথিপত্র না থাকায় দেশেও ফিরতে পারছিলেন না৷ ওই অবস্থায় দল বেঁধে ২৯ মে চলে আসেন শিলচরে৷ লক্ষ্য ছিল, মণিপুর হয়ে মোরে সীমান্ত দিয়ে কোনওভাবে যদি ঢুকে পড়া যায়!

কিন্তু মণিপুরে প্রবেশের আগেই কাছাড় জেলার জিরিঘাটে পুলিশের হাতে ধরা পড়ে যান তারা৷ আদালত ৪ মাসের কারাবাসের নির্দেশ দেয়৷ সেপ্টেম্বরে সাজার মেয়াদ পেরিয়ে গেলে ভারতের পক্ষ থেকে মায়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়৷ নাম-ঠিকানা পরীক্ষা করে সে দেশের সরকার তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়৷

কাছাড়ের ডিএসপি সঞ্জীব ভার্গব গোস্বামী বুধবার ওই ১৯ জনকে শিলচর সেন্ট্রাল জেল থেকে নিয়ে রওয়ানা হন৷ রাত কাটান ইম্ফলে৷ বৃহস্পতিবার মোরে সীমান্তে নিয়ে তাঁদের সে দেশের হাতে তুলে দেওয়া হয়৷ তাদের সকলের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ বাড়ি সে দেশের কায়ুকতাগা এবং পায়ো জেলায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker