NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মাধ্যমিক শিক্ষা সংস্কারে উচ্চক্ষমতার কমিটি, বিভাস দেব সদস্য
ওয়েটুবরাক, ২৫ সেপ্টেম্বর : মাধ্যমিক শিক্ষা সংস্কারে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করল আসাম সরকার৷ তাতে চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে মুখ্যমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ননীগোপাল মহন্তকে৷ সদস্য সচিব সেবা-র চেয়ারম্যান রমেশচন্দ্র জৈন৷
দশ সদস্যের কমিটিতে বরাক উপত্যকার একমাত্র প্রতিনিধি হিসাবে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের অবসরপ্রাপ্ত ডিরেক্টর ড. বিভাস দেব৷
অন্যান্য সদস্যরা হলেন নুনমাটির আসাম জাতীয় বিদ্যালয়ের ড. নারায়ণ শর্মা, কলাইগাঁও হাই স্কুলের পবিত্রপ্রাণ ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষা দফতরের অতিরিক্ত ডিরেক্টর মমতা হোজাই, ঢকুয়াখানা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কল্পনা গগৈ, আসাম শিশুশিক্ষা সংরক্ষণ সমিতির জগন্নাথ রাজবংশী এবং আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের অরূপ মিশ্র৷ আসাম বিজ্ঞান সমিতি থেকেও একজন সদস্য নেওয়া হবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷
নতুন দায়িত্ব পেয়ে ড. বিভাস দেব বলেন, বরাক উপত্যকার সন্তান হিসাবে মাতৃভাষায় শিক্ষাদানে তিনি গুরুত্ব দেবেন৷ এই অঞ্চলের শিক্ষাবিদদের সঙ্গে কথা বলছেন৷ তাঁদের পরামর্শ মাথায় রেখেই প্রয়োজনীয় প্রস্তাবাদি পেশ করবেন৷