Barak UpdatesHappeningsBreaking News
মাদ্রাসা ছাত্র খুনের ঘটনায় নিন্দা জানাল মাতৃভূমি, পরিবারকে আর্থিক সহায়তা
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : সম্প্রতি নর্থ হাওয়াইথাং দারুছ সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসায় নৃশংস ভাবে ছাত্র খুন হওয়ার ঘটনাকে তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানিয়েছে ধলাইর বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমি । সংস্থার সভাপতি সীতাংশু দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার খুন হওয়া মাদ্রাসা ছাত্র রেজিমুল হোসেনের বাড়িতে যান এবং তাঁরা তার মা-বাবা ও পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। সীতাংশুবাবু বলেন, এমন ঘটনার নিন্দা জানানোর কোনও ভাষা নেই । মাদ্রাসার মতো একটা পবিত্র স্থানে এধরণের ঘটনা কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। ফাস্ট ট্র্যাক কোর্টে সঠিক ও দ্রুত তদন্তের মাধ্যমে যাতে বিচার প্রক্রিয়া হয় এবং দোষী ব্যক্তি যাতে কঠোর শাস্তি পায় তারজন্য জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে হত রেজিমুলের পিতামাতাকে আশ্বস্ত করেন। তাঁরা কাছাড়ের বিভিন্ন দল সংগঠন এবং আইনজীবীদের কাছে অনুরোধ করেন সবাই যাতে এব্যাপারে এগিয়ে আসেন এবং দোষী ব্যক্তির যেন ফাঁসির সাজা হয় তারজন্য সবাই মিলে সরকার তথা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেন। মাতৃভূমির প্রতিনিধি দলটি হত রেজিমুলের আত্মার সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং নিহতের পিতা জয়নাল হোসেনের হাতে ৫০০০ টাকা তুলে দেয়। এদিন সীতাংশুবাবু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ভাগাবাজার গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি এম এফ সামসুল আলম লস্কর, মাতৃভূমি-র সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, উপ-সভানেত্রী লীলা পুরকায়স্থ, সদস্য যথাক্রমে সুদীপ বিশ্বাস, শিখা লস্কর, উদিত বর্মণ সহ অন্যান্যরা।