NE UpdatesHappeningsBreaking News
মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য ১ ডিসেম্বরের মধ্যে জানাতে বললেন ডিজিপি
দুটি মাদ্রাসার মধ্যে দূরত্ব অন্তত তিন কিলোমিটার হতে হবে
ওয়েটুবরাক, ১০ নভেম্বর: আসামে থাকা মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য আগামী এক ডিসেম্বরের মধ্যে দাখিল করার নির্দেশ দিলেন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত। বুধবার আসাম তানজিম কৌমিয়া, অল আসাম তালিমি তরক্কি বোর্ড, মাদ্রাসা এডুকেশন বোর্ড অল হাফিস, অল অসম অহলে সুন্নত মাদ্রাসা এডুকেশন বোর্ড ইত্যাদি সংগঠনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন মহন্ত। বলেন, ভিনরাজ্য থেকে শিক্ষকতার জন্য আসা সকলের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক।
দুটি মাদ্রাসার মধ্যে দূরত্ব অন্তত তিন কিলোমিটার হতে হবে৷ ছাত্রছাত্রীর সংখ্যা অন্তত ১০০ হওয়া বাঞ্ছনীয়। তিন কিলোমিটারের ভেতরে থাকা মাদ্রাসাগুলির একত্রীকরণের উদ্যোগ নিতে হবে। রাজ্যের সরকারি মাদ্রাসাগুলি বন্ধ করার সিদ্ধান্তের পাশাপাশি কোনও বেসরকারি মাদ্রাসাতেও যাতে ধর্মশিক্ষার নামে জেহাদের শিক্ষা না দেওয়া হয়, কোনও জেহাদি যাতে নাম-পরিচয় ভাঁড়িয়ে শিক্ষকতা করতে না পারে সে ব্যাপারে সতর্ক করে ডিজিপি ইতিমধ্যেই সবকটি মাদ্রাসা বোর্ডকে অনুরোধ জানিয়েছেন। ডিজিপি জানান, সব মাদ্রাসার তথ্য আপলোড করতে পোর্টাল তৈরির কাজ চলছে।