Barak UpdatesHappeningsBreaking News
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে সজাগতা সভা রাধামাধব কলেজে
ওয়েটুবরাক, ২৬ জুনঃ মাদক এক ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে চলেছে। তাই মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে, নইলে অদূর ভবিষ্যতে ধ্বংসের পথে ধাবিত হবে নব প্রজন্ম । সোমবার শিলচর রাধামাধব কলেজ আইকিউএসি-র উদ্যোগে ও স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টারের সহযোগিতায় কলেজ প্রেক্ষাগৃহে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আয়োজিত সজাগতা সভায় মুখ্য বক্তা হিসাবে এই মন্তব্য করেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. হিমব্রত দাস।
রাধামাধব কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায়ের পৌরহিত্যে আয়োজিত এদিনের সজাগতা অনুষ্ঠানে হিমব্রত দাস মাদক সেবন করে বিপথে পরিচালিত না হতে যুব প্রজন্মের প্রতি আহ্বান জানান। মাদক সেবনের ফলে শারীরিক ও মানসিক কী কী সমস্যা দেখা দিতে পারে, তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করেন। অনুরূপ ভাবে উক্ত বিষয় নিয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. সুমনা বরুয়াও বক্তব্য রাখেন৷ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি মাদকের ধ্বংসাত্মক রূপের কথা সুন্দর ভাবে উপস্থাপন করেন।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাধামাধব কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় ও উপাধ্যক্ষা ডঃ অসীমা রায় জানান মূলতঃ কাছাড়ের জেলাশাসকের নির্দ্দেশ মর্মেই কলেজে এই অনুষ্ঠান আয়োজন করেন তারা। ডঃ হিমব্রত দাস ও ডঃ সুমনা দাসকে কলেজের আমন্ত্রণে সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান তারা। তাদের বক্তব্য থেকে ছাত্র ছাত্রী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীবৃন্দ অনেক উপকৃত হয়েছেন বলে জানান অধ্যক্ষ ও উপাধ্যক্ষা। উল্লেখ্য এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ স্বর্ণালী রায় চৌধুরী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আইকিউএসির কো-অর্ডিনেটর তথা কলেজ লাইব্রেরিয়ান ডঃ সোনালি চৌধুরী ।
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস সোম, অধ্যাপক জীবন দাশ, ডঃ কালীপদ দাশ, সুরভি ঘোষ, শবনম শারংসা, ডঃ নবনিতা দেবনাথ, ডঃ রুমা নাথ চৌধুরী প্রমুখ। ছিলেন কলেজ পড়ুয়া ও অশিক্ষক কর্মচারীবৃন্দ।