Barak UpdatesHappeningsSportsBreaking News
মাতৃভূমি কাপের সেমি ফাইনালে জামালপুর
জাতীয় ক্রীড়া দিবসে সংবর্ধিত চার ক্রীড়াবিদ
ওয়েটুবরাক, ৩০ আগস্ট: প্রত্যাশিত ভাবেই মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল ২০২৪ সালের অন্যতম খেতাবি দাবিবার তথা গত বছরের রানার্স আপ জামালপুর এফসি । বৃহস্পতিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ মথুরাপুর এফসি দলকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এদিন খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধের খেলায় দুটি গোল করে জামালপুর এফসি, খেলার ৪০ ও ৪৮ মিনিটে গোল করেন অভয় ও আকন। এই জয়ের সুবাদে দ্বিতীয় দল হিসাবে মাতৃভূমি কাপের সেমিফাইনালে প্রবেশ করেছে জামালপুর । উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর । সহযোগিতায় ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় মিংলু। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার নারায়ণ চন্দ্র দাস। শুক্রবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স পরস্পরের মুখোমুখি হবে ।
এদিন খেলার শুরুতে জাতীয় ক্রীড়া দিবসে হকির যাদুকর মেজর ধ্যানচাঁদকে যথাযোগ্য সম্মান জানানো হয়। ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আয়োজক মাতৃভূমি-র কর্ণধার সীতাংশু দাস সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। জাতীয় ক্রীড়া দিবসকে উপলক্ষ করে এদিন প্রাক্তন ফুটবলার তথা ক্রীড়া সংগঠক তুষার কান্তি বর্মণ, শিশির কুমার বর্মণ, ইন্দ্রজিৎ সিংহ ও নারায়ণ চন্দ্র দাসকে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হয়। এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।
(ছবিতে ম্যাচ সেরা জামালপুর এফসি দলের খেলোয়াড় মিংলুর হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দিচ্ছেন প্রাক্তন ফুটবলার নারায়ণ চন্দ্র দাস, বৃহস্পতিবার ধলাইতে।)