Barak UpdatesHappenings
মাছ ব্যবসায়ীদের জন্য রেফ্রিজারেটর ভ্যানের উদ্বোধন দীপায়নের
ওয়ে টু বরাক, ৩০ সেপ্টেম্বর : মাছ ব্যবসায়ীদের জন্য একটি রেফ্রিজারেটর ভ্যানের উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রাজ্যের মৎস্য বিভাগের অধীনে থাকা সুবিধাপ্রাপকদের জন্য বিশেষ সুবিধাযুক্ত এই ভ্যানটি কাজ করবে। শিলচরে মৎস্য বিভাগের কার্যালয়ে এ সংক্রান্ত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধায়ক বলেন, হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার মাছ ব্যবসায়ীদের জন্য অনেক কাজ করে যাচ্ছে। এই ভ্যানটি এর নবতম সংযোজন। তিনি বলেন, মাছ চাষিরা নদী বা খাল-বিল থেকে মাছ ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করেন। কিন্তু এর ফাঁকে অনেকটা সময় চলে যাওয়ায় মাছ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। এখন নদী থেকে মাছ ধরে এই রেফ্রিজারেটর ভ্যানে রাখলে বাজারে নিয়ে আসা পর্যন্ত মাছ অনেক তাজা থাকবে।
উল্লেখ্য, রাজ্য সরকারের আরআইডিএফ ফান্ড থেকে ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই বিশেষ ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। এই ভ্যানের জন্য সরকার ৮০ শতাংশ ভর্তুকি বহন করবে। বৃহস্পতিবার মৎস্য বিভাগের সুবিধাপ্রাপক রবীন্দ্র দাসের হাতে আনুষ্ঠানিকভাবে ভ্যানটি তুলে দেন দীপায়ন। অনুষ্ঠানে বিভাগীয় আধিকারিক ও কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।