Barak UpdatesBreaking News
মাঘী পূর্ণিমায় উৎসবে মাতল ভারত সেবাশ্রম সংঘ
ভোরে মঙ্গলারতি দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে পাঠ আলোচনা, পূজার্চনা, অন্নকূট ভোগ ও পূজারতি, মহাপ্রসাদ বিতরণ, ধর্মসভা, শান্তি যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি ছিল। স্বামী মৃন্ময়ানন্দ মহারাজের তত্ত্বাবধানে চলে পূজার্চনা থেকে শুরু করে গোটা উৎসব।
সন্ধে ৬ টায় হয় ধৰ্মসভা। বিশিষ্টদের মধ্যে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ শিক্ষক কবীন্দ্র পুরকায়স্থ, বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ, স্বামী মৃন্ময়ানন্দ মহারাজ প্রমুখ। তাঁরা প্রত্যেকেই বিস্তারিত আলোচনা করেন স্বামী প্রণবানন্দের আদর্শ, বাণী ও দর্শন নিয়ে। তুলে ধরেন এর সামাজিক প্রেক্ষাপট। সনাতন হিন্দুধর্মের এক অন্যতম দিশারী হিসেবে তুলে ধরেন স্বামী প্রণবানন্দকে।
দুদিনের উৎসবের শেষ ছিল সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে। নাচে-গানে খুব মনোজ্ঞ করে তোলেন শিল্পীরা।পরিবেশনায় ছিলেন শতদীপা পুরকায়স্থ, অমিতা পাল, শিবশঙ্কর ধর, মাহি কর্মকার, ময়ূরাক্ষী পাল সহ অন্যরা।
এদিন উৎসবের এসে স্বামী প্রণবানন্দের পূজায় সামিল হন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালও। পুষ্পাঞ্জলি দেন। উৎসবের সফল আয়োজন নিয়ে খুশি ব্যক্ত করেন। পরে খোদ স্বেচ্ছাসেবকদের সঙ্গে মহাপ্রসাদ বিতরণ করেন।