Barak UpdatesHappeningsBreaking News
পরিত্যক্ত শিশুদের অভিভাবকের খোঁজ
ওয়েটুবরাক, ২১ আগস্ট : কাছাড়ের জেলা শিশু সুরক্ষা ইউনিটের পক্ষ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত এক মাস আগে কাছাড় জেলার কালাইন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক কিশোরকে উদ্ধার করে চাইল্ড লাইনের কাছে হস্তান্তর করে। তার নাম আকাশ রায়, বয়স ১৪ বছর। বর্তমানে শিশুটি শিশু সুরক্ষা সমিতির দায়িত্বে শিশু পরিচর্যা কেন্দ্রে আছে।
এছাড়া ওই এলাকায় রিপন লস্কর নামের আরও একটি ১২ বছরের কিশোর, যার বাবার নাম খালেক লস্কর , তাকেও ওই শিশু সুরক্ষা সমিতির দায়িত্বে শিশু পরিচর্চা কেন্দ্রে রাখা হয়েছে । উক্ত শিশু দুটির অভিভাবকের খোঁজ করেন শিশু সুরক্ষা কর্মীরা, কিন্তু পাননি। যদি কেউ এই শিশুদেরকে চিনতে পারেন তাহলে অভিভাবক বা পিতা- মাতা, আত্মীয়-স্বজনদেরকে এক মাসের মধ্যে কাছাড় জেলা শিশু সুরক্ষা কেন্দ্রে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। শিলচর মেডিল্যান্ড নার্সিংহোমের বিপরীতে থাকা কাছাড়ের জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট কার্যালয়ে এ জন্য যোগাযোগ করা যাবে ।