NE UpdatesBarak UpdatesHappenings
মহিলাদের ঋণমকুবে মুখ্যমন্ত্রীর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জীব রায়
ওয়েটুবরাক, ১৬ জুন: বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়েছিলেন, এখন একে একে সবই কথার কথা হতে চলেছে বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব রায়৷ তিনি বিশেষ করে উল্লেখ করেন মহিলাদের মাইক্রোফিনান্স ঋণ পুরোপুরি মাফ করে দেওয়ার প্রতিশ্রুতির কথা৷ হিমন্ত বলেছিলেন, সেইসব ঋণের পুরো টাকা সরকার ব্যাঙ্কে জমা করে দেবে আর মহিলাদের ‘ঋণ মকুব শংসাপত্র’ প্রদান করা হবে যাতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কাউকে হেনস্থা করতে না পারে।
সঞ্জীববাবুর কথায়, সেই সময় তিনি কোনও শর্তের কথা উল্লেখ করেননি৷ এখন যে সব শর্ত রাখা হয়েছে তাতে কতজন ঋণমকুবের সুযোগ পাবেন, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ সঞ্জীববাবু মুখ্যমন্ত্রীর আন্তরিকতা বা সদিচ্ছার উপরই প্রশ্নচিহ্ন লাগিয়ে দেন। তিনি অজুহাত না দেখিয়ে কোনও শর্ত ছাড়াই বন্ধন সহ অন্যান্য মাইক্রো ফিন্যান্সের ঋণগুলি মকুব করার দাবি জানান৷ কংগ্রেস সম্পাদক বলেন, গত ৫ বছরে প্রতিশ্রুতির ফুলঝুরি বরাক উপত্যকা অনেক দেখেছে। উল্লেখ করেন পাঁচগ্রাম কাগজকল, বরাক নদীর উপর ৫টি আরসিসি সেতু, করিমগঞ্জে মেডিক্যাল কলেজ, বরাকের গ্রেড থ্রি ও গ্রেড ফোর চাকরি স্থানীয় যুবক-যুবতীদের প্রদান করা, মহাসড়কের ৩১ কি মি-র অসম্পূর্ণ কাজ ১ বছরের মধ্যে সম্পূর্ণ করা, বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের হাজিরা সমানভাবে প্রদান করা ইত্যাদি৷ সেই তালিকায় মহিলাদের ঋণ মকুবের বিষয়টি যাতে অন্তর্ভুক্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে সঞ্জীব রায় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান৷