India & World UpdatesHappeningsBreaking News
মহারাষ্ট্রে খোলা বিড়ি-সিগারেট বিক্রি নিষিদ্ধ
২৭ সেপ্টেম্বর: খোলা বিড়ি-সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র। দেশে এই প্রথম কোনও রাজ্যে এখন থেকে প্যাকেট ছাড়া সিগারেট বা বিড়ি কেনা যাবে না। এতে বহু ধূমপায়ী বিপত্তিতে পড়লেও স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহলের একাংশ।
মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের মুখ্যসচিব প্রদীপ ব্যাস জানিয়েছেন, সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য (বিজ্ঞাপন নিষিদ্ধ এবং বাণিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণ) আইন ২০০৩-এর ৭ ধারার ২ নম্বর উপধারার আওতায় খোলা সিগারেট, বিড়ি বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হল।
মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপের ফলে কমবয়সিদের মধ্যে ধূমপানের প্রবণতা কমানো যাবে বলে মনে করছেন অনেকে। টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যানসার সার্জন পঙ্কজ চতুর্বেদীর মতে, এতে যুবসমাজে ধূমপানের অভ্যাসও কমবে। তাঁর কথায়, “
আর্থিক কারণেই ১৬-১৭ বছর বয়সীরা প্যাকেট না কিনে খুচরো বা খোলা সিগারেট-বিড়ি কেনে।” শুধু এরা কেন, অনেক প্রাপ্তবয়স্ক ধূমপায়ীও প্যাকেট না কিনে এক-দুটি করে সিগারেট-বিড়ি কেনে৷