India & World UpdatesHappeningsBreaking News

মমতার প্রস্তাবে মুম্বইয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের বৈঠক শীঘ্রই

ওয়েটুবরাক, ১৮ এপ্রিল : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ চেয়ে দেশের সব অ-বিজেপি মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার সেই ডাকে সাড়া দিল শিবসেনা। মুম্বইয়ে খুব তাড়াতাড়ি অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠক হতে পারে৷

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানান, সম্মেলনের আয়োজন করবে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট।প্রসঙ্গত, গত ২৯ মার্চ সকলকে একজোট হতে এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন মমতা। বলেছিলেন, জাতীয় স্তরে বিরোধীদের একজোট হয়েই প্রতিবাদে নামতে হবে। শুধু অ-বিজেপি মুখ্যমন্ত্রীরাই নন, মমতার আবেদন ছিল সব বিরোধী দলের নেতার কাছেও। লিখেছিলেন, ‘বিজেপি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত করছে। সকলের কাছে আমার আবেদন, নিজেদের সময়-সুযোগ মতো একসঙ্গে বসে আলোচনা হোক এবং কেন্দ্রের বিরোধিতায় সরব হই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker