NE UpdatesHappeningsBreaking News
মন্ত্রী-আমলাদের ধ্যান করালেন শ্রীশ্রীরবিশঙ্কর
ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর : আসাম সরকার আয়োজিত চিন্তন শিবিরে মন্ত্রী-আমলাদের ধ্যান করালেন আর্ট অব লিভিঙের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীরবিশঙ্কর। তাঁর পাশের চেয়ারে বসে ধ্যানমগ্ন হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। শ্রীশ্রী বললেন, কাজের চাপের মধ্যে সাত মিনিটের এই ধ্যান একবার করে নিলে চনমনে হয়ে উঠবেন। নতুন করে কাজে উদ্দীপনা পাবেন। একে তিনি বলেন, ‘রিলাক্সেশন টেকনিক’।
এর আগে নিজের বক্তৃতায় তিনি বলেন, নেতৃত্বের জন্য খুব বেশি প্রয়োজন লক্ষ্য নির্ধারণ ও দলগঠন। মন্ত্রী-আমলাদের তিনি মাঝে মাঝে কর্মচারীদের বাড়িঘরের খবর নিতে পরামর্শ দেন। ওই শিবিরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তিন হাজার ছাত্র সহ পাঁচ হাজার যুবাকে শ্রীশ্রীরবিশঙ্করের আশ্রমে পাঠানো হবে। তিনদিন প্রশিক্ষণ নিয়ে শান্তির দূত হয়ে রাজ্যে ফিরবে।