Barak UpdatesHappeningsBreaking News
মন্ত্রীর জেলায় অবাধে চলছে বনধ্বংস, পরিবেশ বিনষ্ট, উদ্বেগে কংগ্রেস
৯ ডিসেম্বরঃ বন ও পরিবেশ মন্ত্রীর নিজের জেলায় অবাধে বন ধ্বংস চলছে, পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অভিযোগ করে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী বলেন, ধলাই, দর্মিখালের রিজার্ভ ফরেস্ট ভিলেজে দুইশো বছরের উপর থেকে বসবাসকারী মানুষকে উচ্ছেদ করে গাছ এবং পাহাড় কেটে প্রায় ছাব্বিশ বিঘা জমির উপর বিশাল ফিসারি তৈরি করা হয়েছে। বিষয়টি গোপন রাখতে ওই এলাকায় মানুষের চলাচল নিষিদ্ধ করে দিয়েছে বনবিভাগ। কার অঙ্গুলিহেলনে এই সব চলছে, প্রশ্ন রাখেন পার্থবাবু। বলেন, এখন ভুবন পাহাড়ে চলছে অবাধে গাছ কেটে ধ্বংসলীলা। কিছু আগে ওই এলাকার এক বাড়ি থেকে স্থানীয় জনসাধারণ পনেরো-কুড়ি ট্রাক সেগুন উদ্ধার করে। বনবিভাগ কালো চশমা পরে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। জেলা কংগ্রেসের আশঙ্কা, এই ভাবে সব সেগুন কাঠ কেটে নেওয়া হলে পাহাড়ের ভারসাম্য হারিয়ে ধস নামার সম্ভাবনা প্রবল। ভুবন তীর্থ নিয়েও আশঙ্কায় ভুগছেন তাঁরা। পার্থবাবু বলেন, গাছ ধ্বংসের ফলেই কিং কোবরা, অজগর সাপ লোকালয়ে বেরিয়ে আসছে।
তাঁর আরও অভিযোগ, মধুরা কোয়ারির ষোল কিলোমিটার এলাকায় পাথর না কাটার জন্য হাইকোর্টের নির্দেশ রয়েছে। কিন্তু তা মানা হচ্ছে না। প্রতিদিন বেআইনিভাবে পাথর চালান হচ্ছে। বালাছড়া থেকে যে ভাবে পাথর কাটা হচ্ছে, তা নিয়ে তিনি বড় উদ্বেগে। বলেন, নদী ভারসাম্য হারিয়ে পাহাড় ধসে পড়লে ট্রেনলাইন ধ্বংস হয়ে যাবে। তাতে দক্ষিণ আসাম, ত্রিপুরা, মিজোরাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এই ভাবে ভূমিধস, সবুজ ধ্বংস ও নদীর ভারসাম্য নষ্ট করাকে বরাক উপত্যকার জন্য অশনিসংকেত হিসাবে দেখছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। এই সব কার্যকলাপের প্রতি ধিক্কার জানিয়ে তাঁরা বনবিভাগকে দ্রুত উপযুক্ত ভূমিকা নিতে অনুরোধ জানান। নইলে তাঁরা বিভাগীয় কার্যালয়গুলিতে তালা লাগিয়ে দেবেন বলেও সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী হুঁশিয়ারি দিয়েছেন।