Barak UpdatesHappeningsBreaking News
মন্ত্রিসভার শিলচর বৈঠকেই চূড়ান্ত হোক ভাষাশহিদ স্টেশন, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র
দাবি আদায়ে তৎপর হলেন বিধায়ক দীপায়নও
ওয়েটুবরাক, ২৪ অক্টোবর : নভেম্বর মাসে শিলচর শহরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। এই প্রথম বরাক উপত্যকায় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে৷ তাই একে সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত বলেই মনে করে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে সমিতির তরফে একটি স্মারকলিপি প্রদান করা হয়৷ মুখ্যমন্ত্রীকে লেখা সমিতির স্মারকলিপিটি রবিবার রাতে তুলে দেওয়া হয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে। তাঁদের আর্জি, মন্ত্রিসভার ওই সভাতেই ভাষা শহিদ স্টেশন, শিলচরের নামকরণ সংক্রান্ত ফাইলে চূড়ান্ত স্বাক্ষর করা হোক এবং সভার শেষে মুখ্যমন্ত্রী ‘উনিশের এর শহিদ বেদী’তে গিয়ে তা ঘোষণা করুক।
বিধায়ক নিজেও ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন, এই দাবি আদায়ে সভা-সমিতি করেছেন৷ রবিবার প্রায় ৪০ মিনিট এ বিষয়টি নিয়ে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে চর্চা করেন৷ জোর গলাতেই বলেন, ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ নামকরণ হোক, তিনি প্রথম দিন থেকেই চান এবং তার জন্য তাঁর লড়াই চলবে। আলোচনার ফাঁকে ফাঁকে তিনি বরাকের বিভিন্ন সাংগঠনিক নেতৃত্ব, বিধায়ক, সাংসদদের ফোন করে এই বিষয়ে অবহিত করেন।
সমিতির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সভাপতি বাবুল হোড়, সাধারণ সম্পাদক ডা. রাজীব কর, বরাক উপত্যকা বঙ্গসাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের ইমাদ উদ্দিন বুলবুল, মর্নিং ক্লাবের জয়ন্ত কিশোর দাস (বাবু), গণসুরের সুব্রত রায় ও রাজকুমার রায় এবং রূপমের নিখিল পাল৷ এ ছাড়াও, ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির পক্ষে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বিমল রায়, নিলয় পাল ও প্রদীপ শীল।