India & World UpdatesHappeningsBreaking News
মন্ত্রিসভার ছাড়পত্র পেল ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল’
ওয়েটুবরাক, ৬ জুলাই : ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল (‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল’)-এ বুধবার ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের বাদল অধিবেশনে বিলটি পাশ হলে তা আইনে রূপান্তরিত হবে।
এই বিল আইনে পরিণত হলে দেশের সমস্ত অফলাইন ও অনলাইন ডেটা আইনের আওতাধীন হবে। তবে ব্যক্তিগত ডেটা আইনি ডোমেইনের অন্তর্ভুক্ত তখনই করা যাবে, যখন তাতে সম্মতি থাকবে সংশ্লিষ্ট নাগরিকের। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে৷ কোনও তথ্য সরকারের প্রয়োজন হলে, জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলার স্বার্থে এই বিধির ব্যক্তিক্রম ঘটতে পারে। এছাড়াও বলা হয়েছে, আইনের নীতি মানা হচ্ছে কি না, তা নজরদারিতে থাকবে একটি বোর্ড। সেটিকে ডেটা সুরক্ষা বোর্ড হিসাবে পরিগণিত করা হবে। নীতি অনুযায়ী কোনও ডেটা সংগ্রহের পর তা বৈধ উপায় মেনে ডিলিট করা হচ্ছে কি না তাও পরিলক্ষিত করা হবে। তবে এই বিল নিয়ে নানান প্রশ্ন থেকে যাচ্ছে। অনেকেরই আশঙ্কা, এতে ব্যক্তিগত তথ্যের ওপর সরকারের অধিকার চলে আসবে। এছাড়াও প্রস্তাবে বলা হয়েছে, বিধি লঙ্ঘনে ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে জরিমানা৷
আবার তথ্য নিরাপত্তা ঘিরে নাগরিকদের ‘ক্ষতিপূরণ’ দাবি করারও এক্তিয়ার রয়েছে। কোনও সমস্যা বা বিভ্রাটের ক্ষেত্রে ‘ডেটা প্রোটেকশন বোর্ড’ পদক্ষেপ করবে।