Barak UpdatesHappeningsBreaking News
মধ্যশহরে বসে আঁকো-তে ৫ বিভাগে ২০০ প্রতিযোগী
ওয়ে টু বরাক, ২৫ মার্চ ঃ মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে রবিবার অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। বর্ষব্যাপী অনুষ্ঠানের চতুর্থ নিবেদন হিসেবে সমিতির পার্ক রোডের ভবনে এই প্রতিযোগিতার আসর বসেছিল। মোট ৫টি বিভাগে প্রায় ২০০ প্রতিযোগী এতে অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় শ্রেণি নিয়ে গঠিত প্রথম বিভাগে সেরা স্থানটি পেয়েছে সুদীক্ষা পাল, দ্বিতীয় দিশানী রায় ও তৃতীয় প্রতীক্ষা দাস। তৃতীয় ও চতুর্থ শ্রেণি নিয়ে গঠিত দ্বিতীয় বিভাগে প্রথম হয়েছে সৌমিকা দত্ত, দ্বিতীয় রোহিত সেন ও তৃতীয় উজ্জয়িনী সাহা। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি নিয়ে গঠিত তৃতীয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে প্রজ্ঞা দেবনাথ, অঙ্কিত পাল ও নিশান্ত সরকার। সপ্তম ও অষ্টম শ্রেণি নিয়ে গঠিত চতুর্থ বিভাগে প্রথম অনুদীপ্ত দাস, দ্বিতীয় স্বর্ণালি পাল ও তৃতীয় দীপা দাস। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য পঞ্চম বিভাগে প্রথম হয়েছে প্রজ্ঞা রক্ষিত এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে বৈদিকা ভট্টাচার্য ও ওম নাথ।
এ দিন প্রতিযোগিতার শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রশান্ত কুমার বসু, মূলচাঁদ বৈদ, সীমা ঘোষ, পৌলমী ভট্টাচার্য, নির্মলকান্তি রায়, গৌতম দত্ত, অভিষেক চক্রবর্তী, অজয় চক্রবর্তী ও পার্থপ্রতীম ঘোষ।