NE UpdatesHappeningsAnalytics

মধুচন্দ্রিমা শেষের পথে, বিপিএফের তিন মন্ত্রী পদত্যাগে তৈরি

18 নভেম্বরঃ কংগ্রেসের সঙ্গে মধুচন্দ্রিমা শেষের পথে। বিপিএফের তিন মন্ত্রী প্রস্তুত রয়েছেন পদত্যাগের জন্য। সম্ভবত বিটিএডি নির্বাচনের পরই প্রমীলা ব্রহ্ম, চন্দন শর্মা ও রিহন দৈমারি মন্ত্রীপদে ইস্তফা দেবেন। বিটিএডির মত আগামী বিধানসভা নির্বাচনেও দুই দল পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করবে। সে ক্ষেত্রে কংগ্রেস অবশ্য বিপিএফ-কে প্রস্তাবিত মহাজোটে সামিল হতে আহ্বান জানিয়ে রেখেছে। মহাজোট না হলেও মহিলারির দল কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরা আশাবাদী। তিনি বলেন, আমরা 15 বছর একসঙ্গে ছিলাম। বিজেপির সঙ্গে এদের জোট তো মাত্র পাঁচ বছরের কথা।

Rananuj

বিটিএডি নির্বাচনে বিজেপি বিপিএফের সঙ্গে জোট না বেঁধে এককভাবে প্রতিদ্বন্ধিতার সিদ্ধান্ত নেয়। মন্ত্রিসভায় শরিক থাকলেও দুই দল পরস্পরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়িতে মেতে ওঠে। মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও বিটিএডি চেয়ারম্যান হাগ্রামা মহিলারি একে অপরের বিরুদ্ধে প্রতিদিন কটু মন্তব্য করতে চলেছেন। একজন অন্যজনকে বিড়াল বলেন, আরেকজন তাঁকে বানর বলেন, এইসবও চলছে। এই অবস্থায় দুই দলের আর একসঙ্গে সংসার করা সম্ভব নয় বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker