Barak UpdatesHappenings
মণ্ডপ স্যানিটাইজ করেই পূজা কাটাল উদয়ের পথে
২৫ অক্টোবর: এরা দুর্গাপূজা করেননি৷ কিন্তু করোনা আবহে পূজার বড় কাজটাই করেছেন৷ এরা উদয়ের পথের সদস্যরা৷ ব্যতিক্রমী কার্যসূচির জন্য তাঁদের বিশেষ পরিচিতি রয়েছে৷ এবারের পূজায় করোনার সংক্রমণ থেকে বাচা এবং বাচানোর জন্য মণ্ডপে মণ্ডপে ঘুরে নিজ দায়িত্বে স্বেচ্ছায় স্যানিটাইজ করেন৷ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত স্যানিটাইজেশনের ব্লিচিং পাউডার ছড়ানোর কার্যসূচিও হাতে নিয়েছিলেন।
তাঁরা যান মিশ্রবাড়ি তারাপুর, কালিমোহন রোড পূজা কমিটি, মোটর স্ট্যান্ড, প্রথমপল্লী, এসএসরাইসমিল, ২৮নংপল্লী, শিলংপট্টি, আনন্দ পরিষদ, মধ্যশহর, কৃষ্টিবিবেক ক্লাব, মধ্য মালুগ্রাম পুজা কমিটি, রেলওয়ে স্টেশন, মাতৃ মন্দির ইত্যাদি মণ্ডপে৷
এত মণ্ডপে নিয়মিত কাজটি করলেও তাঁদের স্বেচ্ছাসেবী সংখ্যা কিন্তু সীমিত৷ এই কর্মসূচিতে সক্রিয় অংশ নিয়েছেন অমিতাভ দে, সুমন দেব, নিরুপম দে, অরিন্দম ধর ও অপু দাস।