India & World UpdatesHappeningsBreaking News
মণীশ সিসোদিয়ার পিএ গ্রেফতার
ওয়েটুবরাক, ৬ নভেম্বর : দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ব্যক্তিগত সচিবের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। পরে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।
ইডির অভিযান প্রসঙ্গে টুইটে মণীশ বলেন, “ভুয়ো এফআইআর দায়ের করে আমার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, আমার ব্যাঙ্কের লকারেও তল্লাশি চালানো হয়েছে। এমনকী আমার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। আজ আমার ব্যক্তিগত সচিবের বাড়িতে তল্লাশি চালিয়েও কিছুই পায়নি ইডি। সেই কারণে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির লোকেরা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছে।”
তবে মনীশ সিসোদিয়ায়ক সচিবকে অন্যতম প্রধান অভিযুক্ত বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। তিনি বলেন, “বিজেপির আনা অভিযোগ সত্য সেই কারণেই আবগারি নীতি ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।”
উল্লেখ্য, দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ে রাজধানী জুড়ে একের পর এক তল্লাশি অভিযান চালাচ্ছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আবগারি দফতরের মন্ত্রী মণীশ সিসোদিয়া ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।