NE UpdatesHappeningsBreaking News
মণিপুর সঙ্কটে বিদেশি ষড়যন্ত্র, ফের বললেন বীরেন
ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর : আসাম রাইফেলসের হাতে মায়ানমারের নাগরিক কুকি ন্যাশনাল আর্মি (বার্মা) ক্যাডারকে গ্রেফতার করার ঘটনা স্পষ্টভাবে মণিপুর সংকটে বিদেশী উপাদানগুলির জড়িত থাকার ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ৷
তিনি বলেন, “মুখ্যমন্ত্রী হিসাবে আমি ধারাবাহিকভাবে দাবি করেছি যে বর্তমান সঙ্কটে বিদেশি উপাদান ইন্ধন জোগাচ্ছে।”
গ্রেফতার হওয়া কেএনএ (বি) ক্যাডার নাগামপাওয়ের ছেলে থাংলিংকপ মায়ানমারের খামপাটের কোলাংয়ে জন্মগ্রহণকারী একজন মায়ানমারের নাগরিক। সম্প্রতি মণিপুরের চান্দেল জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাঁর বিরুদ্ধে ভারত-মায়ানমার সীমান্তবর্তী শহর মোরে থেকে কুকি অধ্যুষিত জেলা চূড়াচাঁদপুর পর্যন্ত জঙ্গলের ধারে অস্ত্র সরবরাহের জন্য নজরদারি মিশন চালানোর অভিযোগ রয়েছে।
এদিকে, মণিপুর সরকার ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলার আঞ্চলিক এখতিয়ারে লিজ লাইনস, ভিএসএটি, ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবা সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা যে সাময়িক স্থগিতাদেশ জারি করেছিল, সে সব প্রত্যাহার করেছে৷
সরকার সকল ইন্টারনেট ব্যবহারকারীদের ভবিষ্যতে ইন্টারনেট পরিষেবা স্থগিত করতে পারে এমন কার্যকলাপে জড়িত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
পৃথক আদেশে, সরকার ঘোষণা করেছে, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক ক্লাস শুরু হবে।