Barak UpdatesHappeningsBreaking News
শিলচর শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরির নির্দেশ প্রশাসনের
১৫ জুন : শিলচর শহরের শিববাড়ি এলাকার নদী ভাঙনের ফলে ওই এলাকার বসতবাড়ি পূর্ত সড়ক এবং জমি রক্ষা করতে কাছাড়ের জেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন বিভাগের বাস্তকারদের একটি দল বুধবার ওই এলাকা পরিদর্শন করবেন। শিববাড়ি এলাকার নদী ভাঙন রোধ করতে জেলাশাসক কীর্তি জল্লির উদ্যোগে গঠিত বিভিন্ন বিভাগের বাস্তকারদের এক সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলাশাসক ওই এলাকার নদী তীরে এবং নিকাশি নালা ইত্যাদিতে জঞ্জাল না ফেলার আবেদন জানান।
এদিকে’ শিলচর শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া শুরু করতে অর্গানিক পদ্ধতিতে ইনসিনেটর ইত্যাদির মত ব্যবস্থাপনা গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় পৌরোহিত্য করে জেলাশাসক কীর্তি জল্লি টাউন এন্ড কান্ট্রি বিভাগকে এই নির্দেশ দেন। সিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে এই ধরনের প্রকল্পের প্রাথমিক কাজকর্ম শুরু করার নির্দেশ দেওয়া হয়।
কৃষি বিভাগ থেকে সভায় জানানো হয়, জেলায় এখন পর্যন্ত ৬৭ হাজার ২৩৪ জন চাষিকে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে এবং এর মধ্যে ৩৯২৮টি কৃষি মডেল ভিলেজ বিভাগে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম উন্নয়ন যোজনার অধীনে জেলায় এখন পর্যন্ত ৩৯৮টি ট্রাক্টর বন্টন করা হয়েছে। মৎস্য উন্নয়ন আধিকারিক রফিক-উল-হক সভায় জানান, এ বছর জেলায় ২০০ মিলিয়ন মাছের পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। জেলার মৎস্যচাষীদের নিজেদের উৎপাদন বাজারজাত করতে মোটর সাইকেল এবং সাইকেল সহ বরফের বাক্স দেওয়া হবে। সভায় জানানো হয়, এ পর্যন্ত জেলায় ৯৮৪৮টি এস এইচ জি কার্যকর রয়েছে।
প্রসঙ্গত, জেলাশাসক কাটিগড়ার টুকরগ্রামের প্রথম খণ্ডে এসএইচজি গঠন করতে পরামর্শ প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। সভায় উপস্থিত বিদ্যালয় পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে তাদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলির জমি যাতে কোনও ধরনের বেদখল না হয়, সেদিকে লক্ষ্য রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের প্রতি নির্দেশ জারি করতে বলেন জেলাশাসক। পশুপালন বিভাগকে জেলার পশু ফার্মগুলোতে বর্ষাকালীন মরশুমের সংক্রমণ প্রতিরোধের জন্য ফগিঙ করতে সভায় নির্দেশ দেওয়া হয়। সমাজ কল্যাণ বিভাগকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জমির তথ্য প্রশাসনের কাছে জমা দিতে বলা হয় যাতে করে বৃহৎ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সোশ্যাল কর্পোরেট রেসপনসিবিল্টি ফান্ড থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির ভবন নির্মাণ করা যায়।
জেলা পরিষদের সিইও এলডেড ফাইরেম এর উপস্থিতিতে ডিডিসি রাজীব রায় শ্রম বিভাগকে তাদের অধীনস্থ দোকানগুলির মালিক এবং কর্মচারীরা যাতে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর সময় মাস্ক স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন তা নিশ্চিত করতে বলেন। জেলার ১১ হাজার ৯৭৭ জন উদ্যমী যুবক-যুবতীকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার অধীনে দক্ষতা বিকাশ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।