NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে শান্তি চেয়ে বরাকে মৌন ধরনা
ওয়েটুবরাক, ৬ জুলাই : মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে অসমের বরাক উপত্যকায় মৌন ধরনা দিল মণিপুরি কুনবা লুপ। মণিপুরি অধ্যুষিত ১৪৫ গ্রামে সংগঠিত হয় এই ধরনা। পরম্পরাগত পোশাক পরে মহিলারাই বেশি সংখ্যায় অংশ নেন। হাতে হাতে প্ল্যাকার্ড, মণিপুরে এনআরসি প্রণয়ন করতে হবে, মায়ানমারের সঙ্গে সীমান্ত পুরো সিল করতে হবে। বেশির ভাগ প্ল্যাকার্ডে লেখা, শান্তি চাই, শান্তি চাই৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও তাঁরা বলেন, “মেইতেই হোক কিংবা কুকি, আড়াই মাস ধরে সংঘর্ষে প্রত্যেক মৃত্যুতে আমরা আঘাত পেয়েছি। এর অবসান হওয়া চাই।” তাঁরা মণিপুরে পৃথক কুকি প্রশাসনের দাবির বিরোধিতা করেন। তাঁদের আশঙ্কা, এই দাবি মেনে নিলে মণিপুর বিভাজনের মুখে পড়বে।