NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে বাজেয়াপ্ত ৫০৮ কোটি টাকার মাদক
ওয়েটুবরাক, ৮ ডিসেম্বর: ৫০৮ কোটি টাকার মাদক উদ্ধার হলো মণিপুর-মায়ানমার সীমান্তে। উত্তর-পূর্বে এযাবৎকালের সর্ববৃহৎ মাদক ভাণ্ডার উৎখাতের ঘটনা এটি। মণিপুরের টেংনাওপাল জেলার এসপি বিক্রমজিৎ সিংহ জানান, সোমবার মায়ানমার সীমান্তের কাছে মংখাই নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছিল আসাম রাইফেলস। তাকে জেরা করেই জানা যায়, সীমান্ত শহর মোরের সানরাইজ় গ্রাউন্ডের কাছে একটি বাড়িতে প্রচুর মাদক মজুত রয়েছে। পুলিশ ও ৪৩ নম্বর আসাম রাইফেলস মঙ্গলবার সেখানে অভিযান চালায়। উদ্ধার হয়েছে ৫৪ কেজি ১৪১ গ্রাম হেরোইন ও ১৫৪ কেজি ৩১৪ গ্রাম ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া হেরোইনের বাজারদর ১০৮ কোটি টাকা ও ট্যাবলেটের বাজারদর প্রায় ৪০০ কোটি টাকা। এই মাদক উত্তর-পূর্ব ও দেশের বিভিন্ন স্থানে পাচার করার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে।