NE UpdatesHappeningsBreaking News

ত্রিপুরায় গ্রিন জোনে 2 যাত্রী নিয়ে অটো চলবে
Auto to ply in green zones of Tripura with 2 passengers

2 মেঃ গ্রিন জোনে সোমবার থেকে অটো যাতায়াতে নিষেধাজ্ঞা থাকছে না। জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। সে রাজ্যে অটো চলাচলে অতিরিক্ত নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। তারা নিজেরা মাস্ক ব্যবহার করবেন। যাত্রীদের মাস্ক পরতে বলবেন। আর দুইজনের বেশি যাত্রী নিতে পারবেন না বলেও তিনি জানিয়েছেন। বাস বা ব্যক্তিগত যানে 50 শতাংশ আসন ফাঁকা থাকবে।

ত্রিপুরা রাজ্যে 6জেলা গ্রিন তালিকাভুক্ত। বাকি 2 জেলা অরেঞ্জ। সেগুলি হল গোমতী ও ধলাই। মুখ্যমন্ত্রী বলেন, বাইরে যারা আটকে রয়েছেন, তাদের ঘরে ফেরানোর ব্যাপারে কেন্দ্র-রাজ্য চেষ্টা করে চলেছে। সবাইকে ফেরানো হবে। তবে তাঁর পরামর্শ, গ্রিন জোন থেকে কাজকর্ম ছেড়ে বাড়িতে ফিরবেন না। কারণ উতপাদন সহ যাবতীয় কাজকর্ম শুরু হচ্ছে। ফলে ওখানে শ্রমিক-কর্মচারীদের কাজে লাগাতেই হবে। কিন্তু ত্রিপুরায় এসে তারা কর্মহীন হয়ে পড়বেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker