NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
মণিপুরের ইনার লাইন পারমিট প্রথার রদ চেয়ে আমরা বাঙালি সুপ্রিম কোর্টে
ওয়েটুবরাক, ৯ জুনঃ মণিপুরের ইনার লাইন পারমিট প্রথা রদ করার দাবিতে আমরা বাঙালি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছে। তাদের বক্তব্য, যে আইনকে সামনে রেখে মণিপুরে ইনার লাইন পারমিট চালু করা হয়েছে, সেই বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন ১৮৭৩ সালের একটি আইন। ব্রিটিশরা ঔপনিবেশিকতার স্বার্থে এই আইন প্রণয়ন করেছিলেন। মূল লক্ষ্য ছিল, নতুন ভাবে গড়ে ওঠা আসামের চা বাগিচায় নিজেদের একচেটিয়া আধিপত্য কায়েম করা।
আমরা বাঙালির কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়ের কথায়, এই সময়ে ওই আইনের সাহায্যে ইনার লাইন পারমিট চালু করা আসলে ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত। এই আইন কার্যকর করার ফলে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি লঙ্ঘিত হচ্ছে। দেশের জনগণ যে কোনও জায়গায় মুক্তভাবে চলাচল করবেন, বসবাস করবেন, এটাই ভারতীয় বৈশিষ্ঠ্য, সংবিধান স্বীকৃত অধিকার।
আমরা বাঙালির মামলাটি এরই মধ্যে সুপ্রিম কোর্টে নথিভুক্ত হয়েছে। এই মামলায় শীর্ষ আদালতে তাঁদের প্রতিনিধিত্ব করবেন প্রখ্যাত আইনজীবী ফুজায়েল আহমেদ আয়ুবী। আমরা বাঙালির আসাম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী, প্রাক্তন মন্ত্রী সলমন খুরশিদও এ ক্ষেত্রে তাঁদের সাহায্য করছেন।