NE UpdatesBarak UpdatesHappenings

মণিপুরিকে সহযোগী সরকারি ভাষা ঘোষণার দাবি মাইফা-র

১৬ জুন: মণিপুরি ভাষাকে আসামের সহযোগী সরকারি ভাষা হিসাবে ঘোষণার দাবি তুলল মণিপুরি ইয়ুথ ফ্রন্ট অফ আসাম (মাইফা)৷ সোমবার শিলচরের ইটখলা মণ্ডপে মাইফার এক সভা অনুষ্ঠিত হয়৷ পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি এস হেরাজিৎ সিংহ৷ তিনি এ দিন আসামে মণিপুরি ভাষার বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করেন৷ তিনিই সহযোগী সরকারি ভাষা ঘোষণার দাবিটি উত্থাপন করেন৷ আলোচনাক্রমে স্থির হয়, এই দাবি আদায়ে তাঁরা পর্যায়ক্রমে আন্দোলনে নামবেন৷ প্রথমে মণিপুরি অধ্যুষিত অঞ্চলে লিফলেটের মাধ্যমে নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবেন৷ পরে জেলাশাসকের মাধ্যমে স্মারকলিপি পাঠিয়ে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে৷

সে দিনের সভায় আসামে মণিপুরিদের জন্য একটি বিধানসভা আসন তৈরিরও দাবি ওঠে৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডিলিমিটেশন কমিশনের কাছে এ ব্যাপারে দাবি জানানো হবে৷

সভায় আলোচনায় অংশ নেন ওজা নবদ্বীপ সিংহ, ইমা সান্থৈ দেবী, ওখরাম লক্ষীকান্ত, ও মণিথন, আর কে গোপালসানা, ড. কেএইচ ধীরেন প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker