Barak UpdatesHappeningsBreaking News
মঠ মন্দিরে বিজেপির স্বচ্ছতা অভিযান কার্যসূচি
ওয়ে টু বরাক, ২০ জানুয়ারি : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে শিলচর শহরের বিভিন্ন মঠ মন্দিরে সাফাই অভিযানে অংশ নিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা। শুক্রবার শহরের ১২ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রীকাঠিয়া বাবা আশ্রমে সাফাই অভিযান করলেন জেলা সভাপতি সহ দলের মধ্য মণ্ডল ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্মকর্তারা।
এর আগের দিন শিলচরের সাংসদ রাজদীপ রায় ১২ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রীরাধামাধব জিউ আখড়ায় সাফাই অভিযানের মাধ্যমে শ্রমদান করেন। প্রবেশদ্বার পরিস্কার পরিচ্ছন্ন সহ আশ্রম প্রাঙ্গণে সাফাই অভিযান করেন সাংসদ রায় সহ দলীয় কর্মকর্তারা। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন কার্যসুচির প্রসঙ্গে দলীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাংসদ।
পরের দিন সকাল সাড়ে দশটায় শ্রীশ্রী কাঠিয়াবাবা আশ্রমের মন্দিরের প্রবেশদ্বারটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে শ্রমদান করলেন জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ দলীয় কর্মকর্তারা। এরপর গোটা আশ্রম চত্বর সাফাই অভিযান অংশ নেন বিজেপির কর্মকর্তারা। কাঠিয়াবাবা আশ্রমে সাফাই অভিযান শেষ করার পর জেলা সভাপতি সহ কর্মকর্তারা সাফাই অভিযানে উপস্থিত হন শ্রীশ্রীশ্যামানন্দ বাবার আশ্রমে । সেখানেও প্রবেশদ্বারটি জল দিয়ে পরিষ্কার করা হয়। এছাড়াও আশ্রম প্রাঙ্গণ জেলা সভাপতির নেতৃত্বে দলীয় কর্মীরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন।
মূলত অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়েই সাফাই অভিযান কর্মসূচির মাধ্যমে এই শ্রমদান বলেন জেলা সভাপতি বিমলেন্দু রায়। টানা দুদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মধ্য মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি দেবাশিস সোম, প্রাক্তন সভাপতি শান্তনু রায়, প্রাক্তন কমিশনার ভাগ্যরানি পাল, গোপিকা দেব সহ মন্ডলের অন্যান্য কর্মকর্তারা।
জেলা সভাপতি বলেন, ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রতিটি মঠ মন্দিরে প্রদীপ প্রজ্বলন, রামজপ, ভজন কীর্তন এবং পূজা পার্বণ আয়োজিত হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী সাফাই অভিযানের যে দায়িত্ব দিয়েছেন তাতে শামিল হতে পেরে গর্বিত। মা সীতাকে উদ্ধার করে যখন শ্রীরামচন্দ্র অযোধ্যায় এসেছিলেন, তখন যেভাবে অকাল দীপাবলিতে মেতে উঠেছিল অযোধ্যা, ঠিক সেভাবে আগামী ২২ তারিখ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কাছাড়বাসীকে অকাল দীপাবলি ও এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করার আহ্বান জানান জেলা সভাপতি। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সেদিনের বিশেষ কার্যসূচি সফল হবে হলে আশা প্রকাশ করেন তিনি।