Barak UpdatesHappeningsBreaking News
মজুরি বৃদ্ধির দাবিতে লেবার কমিশনারের কার্যালয় ঘেরাও শ্রমিকদের
৯ ফেব্রুয়ারি : চা শ্রমিকদের মজুরি ৩৫১ টাকা করার দাবিতে মঙ্গলবার শিলচরে লেবার কমিশনারের কার্যালয় ঘেরাও করলেন শ্রমিকরা। প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা অজিত সিং-এর নেতৃত্বে চা শ্রমিকরা এই আন্দোলনে সামিল হন। এর আগে শহরে এক মিছিল বের করে আন্দোলনকারীরা এসে জমায়েত হন লেবার কমিশনারের কার্যালয়ের সামনে। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তারা বর্তমান বিজেপি সরকারের সমালোচনায় মুখর হন। বিক্ষোভস্থলে শ্রমিক নেতারা দাবি জানান, যে কোনও মূল্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে।
তাদের অভিযোগ, বিজেপি সরকার মুখে বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের কথা বলে। কিন্তু বাস্তবে তা নয়। এখনও বরাকের শ্রমিকরা ১৪৫ টাকা দৈনিক মজুরি পাচ্ছেন। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, শ্রমিকদের মজুরি ৩৫১ টাকা করা হবে। কিন্তু এখন বিজেপি সেই প্রতিশ্রুতি বেমালুম ভুলে গিয়েছে। মজুরি বৃদ্ধি না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুমকি দিয়েছেন।