Barak UpdatesHappeningsBreaking News
মঙ্গলবার এলগিন স্কুলে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির
ওয়েটুবরাক, ২৮ মার্চ : আগামীকাল মঙ্গলবার ৬৩৭ নং এলগিন এলপি স্কুলে বিনামূল্যে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। ‘লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল’ এবং ‘ইয়ুথস অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস’ (ইয়াসি) যৌথভাবে আয়োজিত এই শিবির শুরু হবে সকাল ১০টায়৷ চলবে দুপুর ২টা পর্যন্ত। রোগীরা সকাল ৮টায় শিবির-স্থলে গিয়ে ইয়াসি সদস্যদের কাছ থেকে টোকেন সংগ্রহ করতে পারবেন। সেজন্য তাঁদের ভোটার পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে৷
ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় জানিয়েছেন, ছানি ধরা রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য ‘লায়ন আই হাসপাতালে’ নিয়ে যাওয়া হবে। প্রয়োজনে রোগীদের শিবিরে বিনামূল্যে চশমাও দেওয়া হবে।