India & World UpdatesHappeningsBreaking News
ভয়াবহ বাস দুর্ঘটনা, ভস্মীভূত ২৫ যাত্রী
১ জুলাই ঃ এক ভয়ানক বাস দুর্ঘটনার কবলে পড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। তবে অন্য ৮ যাত্রী কোনওমতে রক্ষা পেয়েছেন। বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানাতে শুক্রবার রাত ১২টা থেকে ১টার মধ্যে। বুলধানা জেলার সিন্ধখেদাবাজারের পাশে সমৃদ্ধি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি নাগপুর থেকে পুনে যাচ্ছিল।
অগ্নিদগ্ধ বাসটি বিদর্ভ ট্র্যাভেলসের ছিল। এতে নাগপুর, ওয়ার্ধা ইত্যাদি স্থানে যাত্রী ছিলেন। পুনে যাওয়ার পথে বাসটি পিম্পলখুটা গ্রামের পাশে একটি ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাসটি উল্টে গিয়ে এতে আগুন ধরে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রীরা প্রাণরক্ষার জন্য বাসের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু মাত্র ৮ জনই বেরোতে পারেন। এই ৮ জনের মধ্যে চালক ও হ্যান্ডিম্যান রয়েছে। আহতদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, বাসটি উল্টে গিয়ে বের হওয়ার রাস্তাটি মাটির দিকে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বেরিয়ে আসতে পারেননি। তবে কিছু যাত্রী বাসের জানালা ভেঙে বেরিয়ে এসেছেন। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ডিজেল ট্যাঙ্কটি ধাক্কা লেগে ফেটে যাওয়ায় তাতে তাড়াতাড়ি আগুন লেগে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বাস থেকে মৃতদেহ উদ্ধার করা হলেও সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।