India & World UpdatesHappeningsBreaking News

ভোটে জিতলেও শপথ নিয়েই অমৃতপালকে ফিরতে হবে ডিব্রুগড় জেলে

ওয়েটুবরাক, ৭ জুনঃ জেলে বসেই লোকসভা ভোটে জয়ী হলেন খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ। তিনি জিতেছেন পঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে।  ১,৯৭,১২০ ভোটে। জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এ অসমের জেলে বন্দি রয়েছেন অমৃতপাল। এক দিনের জন্যও প্রচারে যেতে পারেননি। নির্বাচন কমিশন জানিয়েছে, অমৃতপাল পেয়েছেন ৪,০৪,৪৩০ ভোট। কংগ্রেসের কুলবীর সিংহ পেয়েছেন ২,০৭,৩১০ ভোট। তৃতীয় হয়েছেন আপের লালজিৎ সিংহ ভুল্লার। তিনি পেয়েছেন ১,৯৪,৮৩৬ ভোট।

Rananuj

 ‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের নেতা অমৃতপাল গত ১৮ মার্চ সঙ্গীদের নিয়ে হামলা চালিয়েছিলেন অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে। তার পর থেকে বেশ কিছু দিন ফেরার ছিলেন। গত বছর তাঁকে নাসা আইনে গ্রেফতার করে ডিব্রুগড় জেলে পাঠানো হয়৷ সে থেকে রয়েছেন অসমের এই প্রাচীন জেলে৷ এ বার জেল থেকেই মনোনয়ন পত্র দাখিল করেন এবং ভোটে লড়ে জিতেও যান৷ তাঁর হয়ে প্রচারে ঝাঁপিয়েছিলেন তাঁর পিতা৷

এখন প্রশ্ন দাঁড়িয়েছে, নাসায় আটক বন্দিকে কি সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে শপথগ্রহণের জন্য৷ এ নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশ সংবিধান বিশেষজ্ঞ মনে করেন, জনতার ভোটে নির্বাচিত হওয়ার পর কাউকে শপথগ্রহণ থেকে বিরত রাখা যায় না৷ তবে সাংসদ হয়েছেন বলেই অভিযোগমুক্ত হতে পারেন না৷ তাঁকে শপথের পর ডিব্রুগড় সেন্ট্রাল জেলে ফিরিয়ে আনতে হবে৷ বিচারের পর দোষী সাব্যস্ত হলে এবং দুই বছরের বেশি কারাদণ্ড হলে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যাবে, জানিয়েছেন বিশেষজ্ঞরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker